• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ডে নিষিদ্ধ সেমি অটোমেটিক বন্দুক

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১১:২০
আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডে সব ধরনের সেমি অটোমেটিক মিলিটারি বন্দুক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। খবর রয়টার্স ও বিবিসির।

বৃহস্পতিবার এ ঘোষণা দেন জাসিন্দা আরডান। তিনি জানান, আগামী ১১ এপ্রিল অস্ত্রসংক্রান্ত এই নতুন আইন পাস করা হবে বলে তিনি আশা করছেন।

সম্পর্কিত খবর

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এ আইন পাসের সঙ্গে সঙ্গেই একটি স্কিমের মাধ্যমে নিষিদ্ধ করা এই অস্ত্রগুলো অস্ত্র মালিকদের কাছে থেকে ফেরত নেয়া হবে। যাতে তারা এর মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে।

    প্রসঙ্গত ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত হন। এর পর গত সোমবার নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করতে মন্ত্রিপরিষদ নীতিগতভাবে সম্মত হয়। বর্ণবাদী ওই হামলায় খ্রিস্টান জঙ্গি ব্রেনটন টেরেন্ট একটি সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়।

    জঙ্গি হামলাকারী যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, দেশটির মন্ত্রিপরিষদ সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close