• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফের তেল আবিবে ফিলিস্তিনের রকেট হামলা

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৫:০৮
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: টাইমস অব ইসরাইল

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দীর্ঘ পাল্লার রকেট দিয়ে ইসরাইলের রাজধানী তেল আবিবে হামলা করা হয়েছে। হামলায় অন্তত সাতজন আহত হয়েছে। ইসরাইলের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। ২০১৪ সালে গাজা যুদ্ধের পর এই প্রথম ফিলিস্তিন থেকে এ ধরনের হামলা হলো। তবে কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।

ইসরাইল বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর তেল আবিবের মিশমেরেত এলাকায় দীর্ঘ পাল্লার রকেট হামলা চালানো হলো। হামলার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু আমেরিকা সফর সংক্ষিপ্ত করেছেন।

রকেট হামলার আগ মুহূর্তে তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। রকেট হামলায় একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং সাতজন বসতি স্থাপনকারী আহত হয়।

রকেট হামলার কারণে মধ্য তেল আবিবে সাইরেন বাজানো হয়। গত দুই বছরের মধ্যে এটা রকেট হামলার বিষয়ে প্রথম সতর্কতামূলক পদক্ষেপ। স্থানীয় লোকজন জানিয়েছে, তারা বিস্ফোরণের শব্দ শুনেছে এবং কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

পিবিডি/রবিউল

ফিলিস্তিন,গাজা উপত্যকা,ইসরাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close