Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textখুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রফেসর ড. মহসীন উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনের অন্য সহকারী নির্বাচন কমিশনাররা হলেন যথাক্রমে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।
সমিতির কার্যনির্বাহী পরিষদের পদের সংখ্যা ১৩টি। আর এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন প্রার্থী ।
নির্বাচন কমিশনের পক্ষে আচরণবিধি ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশাবলী জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রার্থী কোনো রাজনৈতিক সংঘ বা জোটের পক্ষে নির্বাচন করতে পারবেন না, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্য ব্যতীত অন্য কেউ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালাতে পারবেন না, ভোটগ্রহণের নির্দিষ্ট সময়ের (দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর কেউ উপস্থিত হলে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার মর্যাদাহানীকর পন্থা অবলম্বন করা যাবে না, ভোটকেন্দ্রে কোনো প্রকার তড়িৎপ্রকৌশল যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
/আরিফ