• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জেএসসি-জেডিসিতে ৬৬টি প্রতিষ্ঠানে পাস করেনি কেউই

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০
নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৬৬ টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করেনি।

সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, জেএসসিতে এবারে ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। অন্যদিকে জেডিসিতে ১ হাজার ৭২৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

মন্ত্রী জানান, জেএসসিতে এবার পাসের হার ৮৫.২৮ শতাংশ এবং জেডিসিতে ৮৯.০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, এবছর আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে মোট ২৯ হাজার ৭৮টি প্রতিষ্ঠানের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছর ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। এবার বেড়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

পিবিডি/আরিফ

জেএসসি,জেডিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close