Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার চবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন হৃদয় ।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে কলা অনুষদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তথ্যসুত্রে জানা যায়, বুধবার সাজ্জাদ হোসেন পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে বের হলে ওই সময় ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী তাকে কলা অনুষদের তৃতীয় তলায় ধরে মারধর করে। সেখান থেকে মারধর করতে করতে নবনির্মিত কলা অনুষদের সামনে নিয়ে আসে। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ালবডির সদস্যরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর লিটন মিত্র বলেন, ঘটনার খবর শুনেই আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। পরে তাকে পুলিশের সহায়তায় চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি কে আলম বলেন, 'এর আগেও পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহায়তায় সন্ত্রাসীরা ছাত্রদল নেতাকে মারধর করেছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এর ধারাবাহিকতায় আজও পরীক্ষার্থীকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদের হাতে বিশ্ববিদ্যালয় ইজারা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
পিবিডি/আরিফ