• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই মিনারেই ফুল; একটিতে প্রশাসন অন্যটিতে কারা?

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চির উন্নত মম শির এ পুষ্পস্থবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পন শেষে চার অনুষদসহ বিভিন্ন সাংস্কৃতিক, ছাত্র ও আদিবাসী সংগঠন পুষ্পস্থবক অর্পন করে।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, ছাত্রলীগ, উদীচি, সুহৃদ সমাজ, বন্ধুসভা, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব, সজীব ওয়াজেদ জয় পরিষদ উল্লেখযোগ্য।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কে বা কারা মোমবাতি জালিয়ে রেখেছে। দেখা গেছে শহীদ বেদিতে ফুল। অনেক শিক্ষার্থীকে শহীদ মিনারের সামনে এসে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে কান্না করতেও দেখা গেছে।

উল্লেখ্য, গতবছর ২১শে ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে ফুল না দিয়ে সকল শহীদ এর প্রতীক হিসেবে চির উন্নত মম শির-এ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ মিনারটিতে প্রশাসনের পক্ষ থেকে আলোকিত করার ব্যবস্থা করা হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।


পিবিডি/এসএম

নজরুল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close