• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উল্টো পথে বাস চলার প্রতিবাদ করায় জবি শিক্ষার্থীকে পেটালো শ্রমিকরা

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১০:৫৯ | আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১২:৫১
জবি প্রতিনিধি

উল্টো পথে বাস চালানোর প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে পরিবহন শ্রমিকেরা। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের (আইডি-১১৫৬৮৯) একটি বাস বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলো। এসময় এভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় কথা কাটাকাটি হলে জবির ১১তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব অংকুরকে গাড়ির কন্ডাক্টর, হেলপার ও ড্রাইভার মিলে ব্রাশ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় অংকুরের শরীরে বিভিন্ন জায়গায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয় । এ অবস্থায় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে। অংকুর এখন মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জের ধরে বাবুবাজার ব্রীজে ৩টি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বদরুল হাসান রিয়াদ জানান আমরা সেন্ট্রাল পরিবহনের মালিক কে বিষয়টি জানিয়েছি। তারা থানায় আসতেছে। তারা ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা করতে চায় তাহলে মামলা করবে।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমি বিষয়টি এখনো জানিনা। এখন একটি সেমিনারে আছি। এবিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

/পিবিডি/পি.এস

জবি,শিক্ষার্থী,পেটালো শ্রমিকরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close