• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোট বর্জনের ঘোষণা ছাত্রদলের

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোটে বর্জন করেছে ছাত্রদল।

সোমবার (১১ মার্চ) দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা শুরু থেকেই এই নির্বাচনের অসঙ্গতি তুলে ধরেছিলাম। প্রায় সকল হলে সিল মারা ব্যালট পাওয়া গেছে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন হলে গতরাতেই ভোট দেয়া হয়েছিল।

নির্বাচন প্রহসন ও ভোট-ডাকাতির উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবিও জানান তিনি।

ছাত্রদলের ভিপি প্রার্থী আরও যেসব দাবি জানিয়েছেন তারমধ্যে রয়েছে- নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে, হামলাকারীদের বহিষ্কার করতে হবে।

এদিকে ছাত্রদল ছাড়াও ভোট বর্জন করেছে আরও চারটি প্যানেল।

সেগুলো হচ্ছে- বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

এছাড়া ভোট জালিয়াতির প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দেয়া হয়েছে জোটগুলোর পক্ষ থেকে।


/পিবিডি/একে

ডাকসু নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close