• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: প্রতিবেদন ১০ ফেব্রুয়ারি

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১১:৪২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলে নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে সংঘবদ্ধ হ্যাকাররা। পরে ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় রিজার্ভ চুরির মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

পিবিডি/মিশু

বাংলাদেশ ব্যাংক,রিজার্ভ চুরি,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close