• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যারিস্টার মইনুলের মুক্তিতে বাধা নেই

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:৪১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের চেম্বার আদালত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর নো অর্ডার (কোনও আদেশ নয়) দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননি ‌‘নো অর্ডার’ আদেশ দেন।

এদিন মইনুল হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এছাড়া রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

হাইকোর্টে জামিন পাওয়া ১৫ মামলার মধ্যে বিভিন্ন জেলায় দায়ের করা ১৪টি মামলার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়। কিন্তু চেম্বার আদালত নো অর্ডার আদেশ দেওয়ায় মইনুল হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর মধ্যরাতে বেসরকারি টেলিভিশন ‘একাত্তরে’ টক শোতে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় তার ওপর মানহানির হামলা করা হয়। এরপর রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা হয়।

পিবিডি/রবিউল

সুপ্রিম কোর্ট,ব্যারিস্টার মইনুল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close