• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাজা পরোয়ানা জারি

দুই ভেজাল ওষুধ ব্যবসায়ীর ১৪ বছর দণ্ড

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১০:০০ | আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড এলাকার দুই ভেজাল ওষুধ ব্যবসায়ীকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকার ১৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট এলাকার রাজনগর খালপাড়ের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে নুর ইসলাম ও একই এলাকার মৃত আজিজের ছেলে আলম হোসেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাজহারুল হক জানান, মামলার বিচার চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক হন। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলায় বলা হয়, ২০১৫ সালের ৮ মার্চ মিটফোর্ড এলাকার ওষুধ মার্কেটের দোতলায় ৩৯ ও ২০২ নম্বর দোকানে সিআইডি পুলিশ অভিযান চালায়। এ সময় আসামিদের গোডাউন থেকে ৭ হাজার ৪০০ প্যাকেট অ্যামোক্সিসিলিন ভেজাল ক্যাপসুল উদ্ধার করা হয়। এছাড়া, ভেজাল ওষুধ তৈরীর জন্য ৩ বস্তা সিপ্রোফ্লক্সসিনের খালি প্যাকেট এবং তিন রোল অ্যালুমিনিয়াম ফয়েল (ক্যাপসুলের স্ট্রিপ তৈরীর উপকরণ) জব্দ করা হয়। পরে জব্দ করা ওষুধ বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের জন্য পরীক্ষাগারে পাঠানো হলে সেখানে ভেজাল প্রমাণিত হয়।

ওই ঘটনায় রাজধানীর বংশাল থানায় ২০১৫ সালের ৯ এপ্রিল মামলা করা হয়। পরে ঘটনার তদন্ত করে আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।


পিবিডি/মিশু

আদালত,কারাদণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close