• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বার কাউন্সিলের ২৫ বছরের বিধান নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শুধুমাত্র সাক্ষাতকারের ভিত্তিতে বিচারিক( নিম্ন) আদালতে ২৫ বছরের প্র্যাকটিসরত আইনজীবীদের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি প্রদানের জন্য বার কাউন্সিলের বিধান নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

আইন সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানসহ ৭ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী শর্মা।

পরে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, গত বছরের ৩০ জুলাই একটি সরকারি গেজেট জারি করা হয়। ওই গেজেটে বলা হয়, আইনে ডিগ্রিধারীরা নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় নিয়োজিত থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে সংশ্লিষ্ট বোর্ডে মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী শফিউল ইসলাম সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।


পিবিডি/এসএম

হাইকোর্ট,বার কাউন্সিল,রুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close