• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জাপার সংসদ সদস্য জিন্নাহকে দুদকে তলব

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ১৬:১৩ | আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:২৮
নিজস্ব প্রতিবেদক
শরিফুল ইসলাম জিন্নাহ। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম বুধবার (১৭ ) শরিফুল ইসলাম জিন্নাহকে এই নোটিশ পাঠান। এতে আগামী ২৪ এপ্রিল জিন্নাহকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, এই সাংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এই বিষয়ে বক্তব্য দিতে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ। ১৯৯০ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি মহাজোটের প্রার্থী হিসিবে জয় পান ও সংসদ সদস্য নির্বাচিত হন।


পিবিডি/এসএম

জাতীয় পার্টি,দুদক,তলব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close