• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

অপহৃত গাজী টিভি কর্মীকে উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ২১:৩৩ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৩৮
নিজস্ব প্রতিবেদক

অপহরণের ছয় ঘণ্টা পর রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে অপহৃত গাজী টিভির ব্রডকাস্ট কর্মীকে উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) গাজী টিভির ব্রডকাস্ট কর্মী মোঃ নজরুল ইসলামকে অপহরণ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নজরুলের ভাই মোঃ মাহফুজকে ফোন করে মুক্তিপণ দাবি করে। অন্যথায় নজরুলকে জানে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এরই প্রেক্ষিতে গাজী টিভি কর্তৃপক্ষ ও ভিকটিমের ভাই মোঃ মাহফুজ র‌্যাবে অভিযোগ দায়ের করে। পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিকদল মঙ্গলবার রাতে পৌনে ৮টার দিকে উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নেতৃত্বে রামপুরার তালতলায় অভিযান চালিয়ে অপহৃত নজরুল ইসলামকে উদ্ধার করে ও অপহরণকারী চত্রের তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রামপুরার খিলগাঁও তালতলা এলাকার মোঃ নাজিম উদ্দিন খাঁনের ছেলে মোঃ নাসিরউদ্দিন খাঁন রাব্বী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাষাটি গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে মোঃ রবিন মিয়া (২০), রামপুরার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম রাব্বী (২০)।

এসময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা দুই তিনজন পালিয়ে যায়।

গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে রামপুরা থানায় ভিকটিমের ভাই মোঃ মাহফুজ বাদী হয়ে একটি অপহরণের মামলা দায়ের করেছেন।

পিবিডি/ এসএম/ এইচকে

গ্রেফতার,টিভি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close