• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
  • ||

দগ্ধ তারেক-বাদল মারা গেছেন, মৃত্যু বেড়ে ৪

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২
নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর মিরাবাজারস্থ দাদাপীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত খবর

    এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

    রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারেক আহামেদ ও সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাদল দাসের মৃত্যু হয়েছে।

    বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তারেক ও বাদল দাসের দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।

    প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী ও দুইজন পথচারী।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close