রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৬
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:৫১
-image-1700542324.jpg)
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত খবর
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০৩ ইয়াবা, পাঁচ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম