• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ছাত্রকে লাঞ্ছিত করার দায়ে জাবির দুই ছাত্রী বহিষ্কার 

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২২, ২১:১৫
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত আটটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার তথ্যটি নিশ্চিত করেছেন।

বহিস্কৃত দুই শিক্ষার্থী হলেন নৃবিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মীম। এর মধ্যে সুমাইয়াকে ১ বছরের জন্য ও আনিকাকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে জরুরি সিন্ডিকেট।

এ ব্যাপারে অধ্যাপক রাশেদা আখতার বলেন, 'ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য এবং ভুক্তভোগী ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আনিকা তাবাসসুম মীমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।’

এ সময় তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, হলে থাকতে পারবে না, ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেনা।

পূর্বপশ্চিমবিডি/জিএস

ছাত্রকে লাঞ্ছিত,ছাত্রী বহিষ্কার,জাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close