• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রাবিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি 

প্রকাশ:  ১৭ মার্চ ২০২২, ১৯:৫০ | আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯:৫৪
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১২ তম সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

জানা গেছে, ফিশারিজ বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করার জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন প্রাণ রসায়ন বিভাগের ড. রেজাউল করিম বাদল (৩) এবং আইন বিভাগের অধ্যাপক আ.ন.ম ওয়াহিদ।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, ফিশারীজ বিভাগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার উভয় পক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সার্বিক বিষয় খতিয়ে দেখার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি ফিশারিজ বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসাইনের ফেসবুক ডে স্টোরিতে বিভাগে চলমান চূড়ান্ত পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে সেই পরীক্ষা স্থগিত করা হয়। এর কয়দিন পরেই গত ১৮ ডিসেম্বর ড. ইয়ামিন হোসেন সাজেশনের নামে চূড়ান্ত পরীক্ষার পূর্বেই একটি কোর্সের প্রশ্নপত্র অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের কাছে শেয়ার করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে উদ্দেশ্যমূলকভাবে নিজের গ্রুপের শিক্ষার্থীদের ভালো নম্বর পাইয়ে দেবার চেষ্টা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন একই বিভাগের শিক্ষক ও অনুষদ অধিকর্তা অধ্যাপক ইসতিয়াক হোসাইন।


পূর্বপশ্চিম/এসকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রশ্নফাঁস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close