সাড়ে ৩২ হাজার নতুন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্ত ৩২ হাজার ৪৩৮ নতুন শিক্ষকের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ গণবিজ্ঞপ্তি-২০২২–এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে জমা দিতে হবে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ৩২ হাজার ৪৩৮ প্রার্থীর চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহজ করার জন্য এবার ভি-রোল ফরম অনলাইনে পূরণ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। প্রতিষ্ঠানটি বলছে, এবার নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন অনলাইনে করার কারণে অল্প সময়েই নিয়োগ পাবেন নির্বাচিত প্রার্থীরা।
২০২২ সালের ২১ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
পূর্বপশ্চিমবিডি/এসএম