• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ||

বিজ্ঞপ্তির পরেও অনিয়ম থামছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৪ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৭
তারেক হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে নতুন নিয়ম করা হলেও কিছুতেই থামছে না অনিয়ম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের আসন নির্ধারন করে দেয়ার পরেও নিয়ম মানছে না শিক্ষার্থীরা। কিছু বাসে ভিন্ন চিত্রে দেখা গেলেও অধিকাংশ বাসেই নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে।

গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী সিলভার (রুপালি) রঙের একতলা বাসের দ্বিতীয় থেকে পঞ্চম শারি পর্যন্ত দুই পাশের সব সিট ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।এবং বিআরটিসি লাল রঙের দ্বিতল বাসের নিচ তলায় ছাত্রী শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ থাকবে এবং উপর তলায় ছাত্র শিক্ষার্থীরা বসবে।

কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের প্রথম দিনেই দেখা যায় উল্টো চেহারা দেখা যায়। সরজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বাস ঘুরে দেখা যায়, 'কোন বাসেই নিয়ম মানছেন না শিক্ষার্থীরা।দ্বিতল বাসের নিচ তলায় ছাত্রী শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ থাকলেও সেখানে ছাত্র শিক্ষার্থীদের বসতে দেখা যায়। এছাড়াও সিলভার (রুপালি) রঙের একতলা বাসের দ্বিতীয় থেকে পঞ্চম শারি পর্যন্ত দুই পাশের সব সিট ছাত্রীদের জন্য বরাদ্দ থাকলেও বাসের একপাশে ছাত্রী শিক্ষার্থীরা আসন গ্রহন করতে দেখা যায়। এরমধ্যে উল্কা ২, উল্কা ৩, প্রজন্ম, চন্দ্রমূখী, বংশী সহ বেশিরভাগ বাসে অনিয়ম করছে শিক্ষার্থীরা।

এই বিষয়ে বাসে যাতায়াতকারী ছাত্রীরা জানায়, 'সিনিয়র ভাইয়ারা সহজে উপরে ওঠতে চায় না, তারা এখানেই বসে থাকে। নতুন নিয়মটি আমাদের জন্য ভালো হয়েছে এতে দাঁড়িয়ে থাকা মেয়েরা অসস্তিতে পরবে না। কিন্তু কেউ নিয়ম মানছে না। নতুন নিয়মের বাস্তবায়ন না হওয়ায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেন নারী শিক্ষার্থীরা।

এদিকে নিয়ম মানতে দেখা যায় গোমতী ও অনির্বানসহ কিছু বাসে।কুমিল্লাগামী গোমতী বাসের শিক্ষার্থী তাহসিন সারোয়ার জানায়, আমরা নতুন নিয়মের বিষয়ে অবগত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মেয়ে শিক্ষার্থীরা যেন কোন প্রকার অসস্তিতে না পড়ে আমরা সর্বদা তৎপর রয়েছি।সেই সাথে পরিবহন পুলের নিয়ম অনুযায়ী আমাদের বাস চলাচল করবে।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুল সূত্রে জানা যায়, 'অনেক বাসেই ছাত্রী শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্ররা বসলে অনেকেই অসস্তিতে থাকে, বিশেষ করে বাসে দাড়িয়ে থাকা ছাত্রী শিক্ষার্থীরা। তাই নতুন নিয়মটি করা হয়েছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক পূর্ব-পশ্চিম বিডিকে বলেন, শিক্ষার্থীদের অবশ্যই এ নিয়ম মেনে চলতে হবে। 'যদি শিক্ষার্থীরা নিয়মের ব্যাপ্ত ঘটায় তাহলে ওই রুটের বাস বন্ধ করে দেওয়া হবে। আমরা বিষয়টি প্রক্টোরিয়াল বডিকে ইতোমধ্যে অবগত করে রেখেছি।তারা যেকোনো সময় বাসে গিয়ে পরিদর্শন করবে এবং যেসব শিক্ষার্থীরা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close