• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিসরে জুরি অ্যাওয়ার্ড পেল টুসির ‘মীনালাপ’

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৫:১৫
বিনোদন ডেস্ক

সুবর্ণা সেঁজুতি টুসির 'মীনালাপ' মিসরে ২১তম ইসমাইলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। ছবিটি স্বল্পদৈর্ঘ্য ফিকশন ক্যাটাগরিতে দ্বিতীয় সেরা ছবির পুরস্কার পেয়েছে।

১৬ এপ্রিল উৎসবের সমাপনী দিনে মিসরের সুয়েজ খালের তীরে ইসমাইলিয়ার উৎসবস্থল সাংস্কৃতিক প্রাসাদে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

টুসি বলেন, মধ্যপ্রাচ্য তথা আফ্রিকা মহাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সম্মাননা পাওয়া নিঃসন্দেহে বিরল গৌবরের। এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত। আমাকে আরও অনেক দূরের পথ অতিক্রম করার প্রেরণা জোগাবে জুরি অ্যাওয়ার্ড। আমি বাবাকে তার জন্মদিনে এই ট্রফিটি উসর্গ করলাম।

১৭ এপ্রিল ছিল টুসির পিতা বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক, কবি ও রাজনৈতিক নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’ সম্পাদক এবং প্রকাশক ড. নূহ-উল-আলম লেনিনের ৭২তম জন্মদিন।

২১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে মিসরের ইসমাইলিয়ায় ১০-১৬ এপ্রিল ২০১৯। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এই চলচ্চিত্র উৎসবের আয়োজকদের নিমন্ত্রণে গত ১০ এপ্রিল টুসি মিসরে যান। অনুষ্ঠানস্থলে মীনালাপ ১৫ এবং ১৬ এপ্রিল মোট দুবার প্রদর্শিত হয়।

পিবিডি/ ইকা

পুরস্কার,সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close