• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এফডিসিতে বিক্ষোভ, এমডির কুশপুতুল দাহ 

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৬:১৬ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:২৭
বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের দিন বিএফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের ১৭ সংগঠন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ের সামনে নুজহাত ইয়াসমিনের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেন। এসময় এফডিসির এমডি কর্মস্থলে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    শিল্পী সমিতির নির্বাচনের একদিন পরই গতকাল ৩ দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। সেই দাবির তালিকায় আছে, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের অপসারণ, শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা আর শিল্পী সমিতির নির্বাচন আর কখনও এফডিসিতে না হওয়া।

    আন্দোলনের অংশ হিসেবেরোববার সকালে এফডিসির গেটে অবস্থান নেয় চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতাকর্মীরা। সেই সঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুতুল দাহ করেন তারা।

    যদিও আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করেছেন।আজ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

    শিল্পী সমিতির নির্বাচনের দিন ভোটার ও কার্ডধারী গণমাধ্যমকর্মী ছাড়া অন্যদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিএফডিসি কর্তৃপক্ষ।

    পূর্বপশ্চিম- এনই

    এফডিসির এমডি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close