• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

শুভ জন্মদিন পপসম্রাট আজম খান 

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬
বিনোদন ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা আজম খান। যুদ্ধের সময় ক্যাম্পেও গানের চর্চা করতেন তিনি। বাংলা পপ এবং রক সংগীতের শুরু হয়েছিল তার হাত ধরেই। পপ গানকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। হয়েছেন সবার প্রিয় পপগুরু। সোমবার (২৮ ফেব্রুয়ারি) পপসংগীত জগতের এই কিংবদন্তীর জন্মদিন।

১৯৫০ সালের এই দিনে ঢাকার আজিমপুরে আজম খানের জন্ম। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮২ সালে ‌‘এক যুগ’ নামে তার প্রথম ক্যাসেট বের হয়। এরপর তার বেশ কিছু ক্যাসেট ও সিডি বাজারজাত হয়। তার প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রকস্টার হিসেবে জনপ্রিয়তা পান আজম খান। সত্তর এবং আশির দশকে গাওয়া ‘ওরে সালেকা- ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা, অভিমানি’, ‘আসি আসি’ বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের হৃদয়ে দোলা দেয়।

জনপ্রিয় পপগুরু আজম খান নাটক এবং চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। ১৯৮৬ সালে কালা বাউল নামে হিরামন সিরিজের একটি নাটকে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত গডফাদার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

২০১১ সালের ৫ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান। মৃত্যুর পরেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন তিনি। গানের মাধ্যমেই ভক্তদের হৃদয়ে হাজারো বছর বেঁচে থাকবেন এই পপসম্রাট।


পূর্বপশ্চিম/এসকে

আজম খান,জন্মদিন,পপসম্রাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close