Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textঅমর চিত্রনায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের জনপ্রিয় গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানে আরজু-পরীকে কেমন দেখায় সেটা দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। গেল বছর মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়েছে মুক্তির তারিখ। তবে নতুন বছরের শুরুতেই নির্মাতা শামীম গণমাধ্যমকে জানান, রোমান্টিক ঘরানার ছবিটি মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে স্বাধীনতার মাস মার্চেই প্রেক্ষাগৃহে আসবে আরজু-পরী জুটির ‘আমার প্রেম আমার প্রিয়া’।
পরিচালক শামীম বলেন, ‘অনেক অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’। মার্চের ৯ তারিখ সারাদেশে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছি। আরজু ও পরী জুটিকে এই ছবি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টাও ছিলো আমার। দুজনেই চমৎকার কাজ করেছে। আশা করছি নতুন বছরে দর্শকের মনে দাগ কাটবে আরজু-পরীর প্রেম।’ শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ গানটি ব্যবহার করেছেন। ছবিতে এই গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই ছবির নতুন জুটি চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা পরীমনি। নতুন করে এ গানটিতে কণ্ঠ দিবেন কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী।
উল্লেখ্য, ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ ছবির গান থাকছে মোট ছয়টি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।
/এটিএম ইমু