Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫
  • ||

রণবীর-‌দীপিকার বিয়ের তারিখ ফাঁস

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:০৪ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৩১
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

বিরাট-আনুশকার বিয়ের উত্তাপ এখনো শেষ হয়িন।এখনো ইতালিতে হওয়া সেই হাই ভোল্টেজ বিয়ে আর দিল্লি মু্ম্বইয়ে আয়োজিত রিসেপশনের ঝকঝকে ছবি মুছে যায়নি সাধারণ মানুষের চোখ থেকে। এর মাঝেই খবর, এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন রণবীর-‌দীপিকা।

গত মাসেই একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। সেখানে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে রণবীরকে হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছিল। দু’‌জনে সেলফিও তুলেছিলেন। সেই সাক্ষাতের পরেই প্রশ্ন ওঠে, হঠাৎ কেন প্রকাশের সঙ্গে দেখা করতে গিয়েছেন রণবীর?‌ বলা হয়, এবার বিয়ের কথা পাকা করতেই এই সাক্ষাত।

যদিও, সে বিষয়ে কিছুই বলেননি রণবীর। এরপরে বর্ষশেষের ছুটিতে চলে যান দীপিকা ও রণবীর। মালদ্বীপের ঝলমলে দ্বীপে দু’‌জনকে একসঙ্গে দেখা যায়। বেশ কয়েকটি হট ছবিও শেয়ার করেন দু’‌জনে। আর সেখানেই নাকি সব কথা পাকা হয়েছে।

শ্রীলঙ্কায় যেমন বিরাট-আনুশকা বিয়ের প্রাথমিক পরিকল্পনা সেরেছিলেন, তেমনই পরিকল্পনা সারতে পারেন দীপিকা-রণবীর। শ্রীলঙ্কাতে নাকি একই পুরোহিতের কাছে বিয়ের সময় ঠিক করেছেন তারা। আগামী শুক্রবার (৫ জানুয়ারি) দীপিকার জন্মদিন। আর সেইদিনই নাকি বাগদান সেরে নেবেন রণবীর-দীপিকা। এরপর বড় করে অনুষ্ঠান হবে।

রাতের রাস্তায় জ্যামে সজল-ভাবনার অদ্ভুত কান্ড!

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত