Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textএবার বিতর্কে জড়ালেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। কীরকম? কেরালার শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা চলছে। এবারে সেই প্রসঙ্গে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন ‘প্যাডম্যান’ এর অন্যতম প্রযোজক।
টুইঙ্কেলের মতে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ বন্ধ করা হলে মন্দির কর্তৃপক্ষের পুরুষদের ব্রহ্মচর্য পরীক্ষার যন্ত্র আবিষ্কার করা উচিত।
টুইঙ্কেলের এই মন্তব্য সামনে আসতেই বেজায় চটেছে রক্ষণশীল শিবিরের একাংশ। অনেকের মতেই ছবির জন্য সস্তা প্রচার কৌশল অবলম্বন করেছেন অভিনেত্রী। ছবি মুক্তির প্রথম দিন বক্স অফিসে ‘প্যাডম্যান’এর আয় ১০.২৫ কোটি টাকা। শনি-রবি মিলিয়ে আয় ৩০ কোটি টাকার কিছু কম। তাই একাংশের মত প্রথম সপ্তাহে ছবি আশানুরূপ ব্যবসা করতে পারেনি বলেই বিতর্ক উস্কে ফায়দা তুলতে চাইছেন অক্ষয়ের স্ত্রী।
অন্যদিকে টুইঙ্কেল সব সময় নিজের মনের কথা বলতে পছন্দ করেন বলে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের একাংশ দাবি করছেন।
টুইঙ্কেলের মূখপাত্র জানিয়েছেন, এই ইস্যু যে সস্তা প্রচার নয় তা প্রমাণ করতেই আগামী সপ্তাহে শবরীমালা মন্দিরে হাজির হবেন টুইঙ্কেল। এখন মন্দিরে টুইঙ্কেল প্রবেশ করতে চাইলে কী ধরণের বাধা আসে সেটাই দেখার।