Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯, ৭ চৈত্র ১৪২৫
  • ||

সদগুরুর সঙ্গে মঞ্চে নাচলেন রণবীর, ভাইরাল ভিডিও

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১০:৫৮
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

মঞ্চে রণবীর সিং আছেন, আর সেই মঞ্চ ঝিমিয়ে থাকবে তা কি কখনও হয়! ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত আইআইএম অ্যলমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রণবীর। সেখানে সদগুরু জগ্গি বাসুদেবের সঙ্গে মঞ্চে দেখা গেল তাকে। আর সেখানেও উপস্থিত দর্শকরা রণবীরের নাচ থেকে বঞ্চিত হলেন না। সদগুরুকে পাশে নিয়েই গুজরাটি গানের সুরে নাচতে শুরু করে দিলেন রণবীর।

সদগুরুর সঙ্গে নাচের সেই ভিডিও নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন ‌‘সিম্বা’ অভিনেতা। যার ক্যাপশান দিয়েছেন ‘হ্যাপি ডান্স’। নাচের শেষে সদগুরু জগ্গি বাসুদেবকে জড়িয়েও ধরতে দেখা গেল বলিউডের খলজিকে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তবে রণবীরের নাচের ঘটনা নতুন নয়। বলিউডে তার মতো এনার্জি খুব কম অভিনেতারই আছে বলে মনে করা হয়। বিয়ের অনুষ্ঠান হোক কিংবা কোনও পার্টি রণবীর সিং থাকবেন আর নাচ করবেন না তা কি কখনও হয়েছে? বেঙ্গালুরুর আইআইএম অ্যলমনি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানেও তার অন্যথা হল না।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: সদগুরুর সঙ্গে মঞ্চে নাচলেন রণবীর

/অ-ভি

রণবীর সিং,বলিউড,অভিনেতা,মঞ্চে,নাচ
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত