Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textশ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় শারদীয়া দুর্গাপূজায় তিনটি ছবি মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা, অরিন্দম শীলের ব্যোমকেশ গোত্র এবং বাবা যাদবের ছবি ভিলেন। তিনটি ছবি নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক। ভিলেন ছবিটি পুরোটাই কমার্শিয়াল।
ছবিতে একজন নায়ক ও দুই নায়িকা। নায়কের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রয়েছেন মিমি চক্রবর্তী ও ঋত্বিকা। ছবিরে ট্রেলার দেখলে বোঝা যায়, অঙ্কুশের চরিত্রে রহস্য। সে ভালো না খারাপ, সে কি খলনায়ক, মানে ভিলেন কি না, সেটা নিয়েও রহস্য তৈরি হয়েছে। মুক্তি পেয়েছে ভিলেন।
ছবি নিয়ে দারুণ উত্তেজিত মিমি ও অঙ্কুশ। মিমি বলেন, 'ছবি মুক্তির আগে স্বাভাবিকভাবেই উত্তেজনা কাজ করে। আর ভিলেন নিয়ে আমি বেশ এক্সাইটেড অনেক আগে থেকেই। অংকুশ সহশিল্পী হিসেবে দারুণ হেলপফুল। ওর সাথে কাজ করে আমি কমফোর্ট ফিল করি।'
/এ আই