Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textগতকাল বৃহস্পতিবার অপু বিশ্বাসের জন্মদিন ছিল। সারাদিন অপু বিশ্বাস ব্যস্ত ছিলেন। জন্মদিনের প্রথম প্রহরে কাছের বন্ধুরা অপুকে সারপ্রাইজ দিয়েছেন। সেটাতেই অপু ছিলেন আপ্লুত। কিন্তু রাতে যখন ভক্তরা কৌশলে রাজধানীর মগবাজারের রেড অর্কিড রেস্টুরেন্টে নিয়ে যান তখন অপুর বিস্ময়ের সীমা রইলো না। ভক্তরা রীতিমতো জন্মদিন পালনের আয়োজন করে রেখেছে।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, 'আমি মোটেও ভাবতে পারিনি যে ভক্তরা আমাকে এমনভাবে সারপ্রাইজ দেবে। আমি শুধু আনন্দিতই না, আবেগ আক্রান্ত হয়েছি। আসলে এমন সারপ্রাইজ আনন্দে কেঁদে ফেলার শামিল। যাই হোক আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে’।
জন্মদিন অনুষ্ঠানের আয়োজক ভক্তদের মধ্যে সেলিম শাকিব ও শামীম আহমেদ রাজ বলেন, আমরা অপু বিশ্বাসকে ভালোবাসি। আসলে ভালোবাসাটা কীভাবে প্রকাশ করে জানি না। তবে তার জন্মদিনের মতো বিশেষ দিনগুলো আমরা পালন করবো না তা তো হয় না। তিনি আমাদের হতাশ করেননি, আমাদের মাঝে এসেছেন আমরা খুশি হয়েছি।
প্রসঙ্গত, অপু বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ ও স্টেজ পারফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
/এ আই