Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textতরুণ প্রজন্মের পছন্দের গান নিয়েই বর্তমানে বাংলা গানের বাজার সরগরম। আর এই তরুণদের মনের খোরাক দিতেই বেশি ব্যস্ত সংগীতশিল্পীরা।
এ প্রজন্মের গায়ক শাহরিয়ার বাঁধনও তার ব্যতিক্রম নয়। বেশ কিছুদিন পরপর তিনি হাজির হলেন ভিন্ন ধরণের রোমান্টিক গান নিয়ে। গতাকল ৯ অক্টোবর সন্ধ্যায় জিসান মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই শিল্পীর নতুন গান ‘মন থেকে দূরে’।
গানটি লিখেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম। সুর করেছেন মেহতাজ। গানের মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন। এ গানের ভিডিও নির্মাণ করেন আরিফ খান।
গানটি প্রসঙ্গে শাহরিয়ার বাঁধন বলেন, এর আগে আমি যতগুলো গান করেছি সেগুলোর থেকে এ গানটি আলাদা। রোমান্টিক গানের এই জমজমাট বাজারে আমার গানটি কতটুকু জনপ্রিয়তা পাবে তা জানিনা। তবে আমি আমার দর্শক শ্রোতাদের অনুরোধ করব গানটি আপনারা শুনুন, দেখুন। তারপর আপনারাই বিচার করুন।
উল্লেখ্য, শাহরিয়ার বাঁধনের অন্যান্য গানগুলো জিসান মাল্টিমিডিয়া ও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বলেও জানান এই শিল্পী।
/এ আই