• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক আসরে জয়ার দুই ছবি

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩
বিনোদন প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১০ জানুয়ারি ২০১৯ থেকে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবে এবার আটটি বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার বহু চলচ্চিত্র। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জীর আলোচিত ছবি 'এক যে ছিলো রাজা' প্রদর্শিত হবে 'এশিয়ান ফিল্ম কম্পিটিশন' বিভাগে। আর অনম বিশ্বাস পরিচালিত সাড়া জাগানো ছবি 'দেবী' দেখানো হবে 'বাংলাদেশ প্যানারোমা' বিভাগে। দুটি ছবিতেই অনবদ্য অভিনয় করে মন কেড়েছেন জয়া আহসান।

চলতি বছরের সাড়া জাগানো আলোচিত এ দুই ছবি তাই বড় পর্দায় একই উৎসবে দেখার সুযোগ সৃষ্টি হল বাংলাদেশি দর্শকের জন্য।

'এক যে ছিলো রাজা' ছবিতে জয়া ছাড়াও নাম ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। দুর্গা পূজা উপলক্ষ্যে কলকাতায় ছবিটি মুক্তি পেয়েছিলো এবছর।

'দেবী'তে জয়ার সাথে দাপটের সাথে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতাবা জামাল জানিয়েছেন, 'এক যে ছিলো রাজা'র নির্মাতা সৃজিত মুখার্জী আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এই উৎসবে তার 'এক যে ছিলো রাজা' ছাড়াও প্রদর্শিত হবে 'উমা' ছবিটিও।

পিবিডি/ হাসনাত

জয়া আহসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close