• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মামলা থেকে মুক্ত শাকিব, উচ্চ আদালতে রিভিশন বাদীর

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪০
বিনোদন প্রতিবেদক
ছবি: সংগৃহীত।

ঢালিউড কিং শাকিব খানকে মানহানি ও প্রতারণা মামলার প্রতিবেদন থেকে বাদ দেওয়ায় ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করেছেন মামলার বাদী ইজাজুল মিয়া। মামলাটি এখন শুনানির অপেক্ষায়।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজনীতি’ সিনেমার একটি দৃশ্যে শাকিব খান নায়িকা অপু বিশ্বাসের উদ্দেশ্য একটি মোবাইল নাম্বার বলেন। যে নাম্বারটি ছিলো ইজাজুল মিয়ার। এরপর থেকে ইজাজুলের মোবাইলে শাকিব খান ভেবে অসংখ্য ভক্ত ফোন করছেন তাকে। এই বিড়ম্বনায় পড়ে মামলা দায়ের করেন ইজাজুল।

মামলাটি হবিগঞ্জের গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম তদন্ত করেন। তদন্ত শেষে সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমদকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। পাশাপাশি শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিএনজি চালক ইজাজুল গণমাধ্যমকে জানান, তিনি রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছেন। নতুন বছরে গত তিনদিনে প্রায় তিন হাজার মানুষ শাকিব খানের নাম্বার ভেবে তার মোবাইলে কল করেছেন।

বিড়ম্বনা থেকে বাঁচতে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ইজাজুলের।

পিবিডি/ হাসনাত

শাকিব খান,মামলা,ঢালিউড,রাজনীতি,বুলবুল বিশ্বাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close