• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বইমেলায় মঈন আব্দুল্লাহর 'সিনেমা হলে তালা'

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৭:৫২
হাসনাত কাদীর
বইমেলায় মঈন আব্দুল্লাহর 'সিনেমা হলে তালা'

এবার একুশে বইমেলায় আসছে মঈন আব্দুল্লাহর সিনেমা বিষয়ক বই 'সিনেমা হলে তালা'। বইটিতে উঠে এসেছে দেশের ৫২টি জেলার সিনেমাহলের সুখ-দুঃখের কথামালা।

মঈন আব্দুল্লাহ পূর্বপশ্চিমবিডি.নিউজকে বলেন, একের পর এক সিনেমাহলে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আর কী অবস্থায় আছে বিভিন্ন জেলার সিমেনাহল? তার সচিত্র প্রতিবেদন নিয়েই এই বই।

বইটির গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, যুগের পরিবর্তন হচ্ছে। আমরা ইতোমধ্যে সিনেপ্লেক্সের যুগে ঢুকে গেছি। একসময় আমাদের সিনেমাহলগুলো ইতিহাস হয়ে যাবে। সেই ইতিহাসের একটি প্রামাণ্য দলিল হচ্ছে 'সিনেমা হলে তালা'। চলচ্চিত্র গবেষক ও পাঠকদের জন্য বইটি আমাদের সিনেমা ও সিনেমাহল সম্পর্কে একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে।

বইয়ে স্থান পাওয়া ৫০টি সচিত্র প্রতিবেদনের ৩০টি লিখেছেন মঈন আব্দুল্লাহ। বাকিগুলোর লেখক তাঁর আরও ২০ সহকর্মী। গত বছরে লেখা এ প্রতিবেদনগুলোর কিছু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত, কিছু অপ্রকাশিত।

বাংলানামা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মাহী মজুমদার। মূল্য: ১৮০ টাকা মাত্র।

পিবিডি/ হাসনাত

মঈন আব্দুল্লাহ,সিনেমা হলে তালা,বইমেলা ১৯,বই,সিনেমা,হাসনাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close