• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গাদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ যাচ্ছে হংকং

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদেরকে উপজীব্য করে আবিদ হোসেন খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ ১৭তম হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ) এর জন্য নির্বাচিত ২৩টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে।

১৮ থেকে ২০ মার্চ হংকংয়ের কনভেনশন অ্যান্ড এক্সবিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ) এর ১৭তম আসর। এই আসরে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘অবলম্বন’।

গতবছর আগস্ট মাসের শেষে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। ২৬ তারিখেই পরিচালক আবিদ হোসেন খান সেখানে চলে যান এবং গবেষণার পাশাপাশি সীমান্ত পার হয়ে আসা কয়েকটি পরিবারকে অনুসরণ করতে থাকেন। এদেরই একটি পরিবারকে কেন্দ্র করে নির্মিত ‘অবলম্বন’।

পিবিডি/ ইকা

হংকং,অবলম্বন,প্রামাণ্যচিত্র,রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close