• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:১৮ | আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৫
বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। শুক্রবার (২৫ জানু.) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

চিত্রপারিচালক সমিতির এবারের নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ৩৬২ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩১৯ টি।

ভোট দিয়েছেন আলমগীর, সোহেল রানা, রুবেল, অনন্ত জলিল, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, তৌকীর আহমেদ, নাদের খান, সুজাতা, মাসুম আজিজ প্রমুখ।

সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরুর পরে এফডিসির ভোট কেন্দ্রের বাইরে বিজয়ের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন নির্মাতারা।

এ বছর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল, অপরটি বাদল খন্দকার ও বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন পরিচালক সাফি উদ্দিন সাফি।

পিবিডি/ হাসনাত

ভোট গণনা,এফডিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close