• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রোহিঙ্গাদের দেখতে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৩
নিজস্ব প্রতিবেদক

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে বাংলাদেশে আসছেন শিগগিরই। চলতি ফেব্রুয়ারি মাঝামাঝিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার দূত হিসেবে তিনি এ সফরে আসবেন।

মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ২০‌১৭ সালে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এ হলিউড অভিনেত্রী।

ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলÑ ভ্যাঙ্কুভারে জাতিসংঘ পিসকিপিং মিনিস্টেরিয়েলে জোলি যৌন নিপীড়নের শিকার নারীদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার আগে যৌন নিপীড়নবিষয়ক এক বৈঠকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান রোহিঙ্গা ইস্যুতে জোলির সমর্থন চান। জবাবে জোলি জানিয়েছিলেন, তিনি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

এনই/

অ্যাঞ্জেলিনা জোলি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close