• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮
বিনোদন ডেস্ক

অনবদ্য অভিনয়ে শিল্পাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদকে ভূষিত হচ্ছে মেধাবী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিনি ২ ডিসেম্বর, ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে এবং ক্যামেলিয়া মোস্তফার এই বোন বাংলাদেশের নাট্যজগতে এক বিশেষ স্থান অধিকার করে আছেন।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। আশির দশকে তিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। সুবর্ণা মঞ্চ এবং চলচ্চিত্রেও প্রচুর অভিনয় করেছেন।

নয়নের আলো সিনেমাতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল। দর্শকদের মাঝে ছিল তার ঈর্ষনীয় জনপ্রিয়তা। অনেকের মতে চেহারায় বাঙালি রমনীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং স্মিত যৌন আবেদন ও রহস্যময় ঘরানার সৌন্দর্য তার সামগ্রিক সৌন্দর্যকে প্রায় ক্ল্যাসিক রূপ দিয়েছে। আবার অনেকে মতে টিভি পর্দায় তিনি যতটা ভরাট, আকর্ষণীয়, চলচ্চিত্রের পর্দায় তিনি অতটা নন।

তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ঘুড্ডি (১৯৮০), লাল সবুজের পালা (১৯৮১), শঙ্খনীল কারাগার (১৯৯২), আঁখি ও তার বন্ধুরা (২০১৭) বিশেষ উল্লেখযোগ্য।

১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান সুবর্ণা মুস্তাফা ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রী লাভ করেন।

সুবর্ণা মুস্তাফা অভিনেতা প্রথমে হুমায়ুন ফরীদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দুই দশক সংসার করার পর ২০০৮ সালে ফরীদির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন।

পিবিডি/ হাসনাত

সুবর্ণা মুস্তাফা,একুশে পদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close