• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মোশাররফ করিম যখন হ্যামিলনের বাঁশিওয়ালা

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭
বিনোদন প্রতিবেদক

হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশিওয়ালার রূপে আবির্ভূত হলেন এবার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

তার নিজস্ব আধ্যাত্মিক শক্তি বলে শহরের যে কোনো জায়গায় গিয়ে হাজির হন। এভাবে ঢাকার মতো দেশটাকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে কাজ করতে থাকেন হ্যামিলনের সেই বাঁশিওয়ালারূপী মোশাররফ। পাঠক, এই ঘটনাগুলো বাস্তব নয়। এটি একটি ধারাবাহিক নাটকের গল্প।

নাটকটির নাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’।

এটি রচনা ও পরিচালনা করছেন আশরাফুজ্জামান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। ২ ফেব্রুয়ারি থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

মোশাররফ করিম বলেন, নাটকটির গল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। নাটকে আমি রাজধানী ঢাকার নানা সমস্যা অবলোকন করে দেখতে পাই এখানে নৈকিতার চর্চার খুব অভাব। সেই ধারাবাহিকতায় দুর্নীতিবাজ, ঘুষখোরসহ নানা অব্যবস্থাপনার দিকে নজর দেই আমি। এগুলো কিভাবে দূর করা যায় তা নিয়ে ন্যায়পরায়ন মেয়রের সঙ্গে পরামর্শ করি। চরিত্রটিতে অভিনয় করতে পেরে ভালো লাগছে।’

নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার শুরু হবে বলে নির্মাতা জানান।

পিবিডি/ ইকা

হ্যামিলনের বাঁশিওয়ালা,মোশাররফ করিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close