Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textচরের মানুষদের জীবন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং চলছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং প্রথমধাপে চলবে আগামী ৮ দিন।
নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।
পরিচালক নঈম সাংবাদিকদের বলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করেন।
পিবিডি/ ইকা