• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেসিয়ার আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১০
বিনোদন প্রতিবেদক

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম তার নামে খোলা অসংখ্য ফেসবুক ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার (১২ ফেব্রু.) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট কার্যালয়ে অভিযোগটি দায়ের করেছেন।

তিনি বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রীমহল আমাকে নিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ক্রাইম ইউনিটে এ অভিযোগ দায়ের করেছি। আমি আশাবাদী, এই প্রতিষ্ঠান এই খারাপ লোকগুলোকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং ওইসব ভুয়া কন্টেন্ট ইন্টারনেট থেকে মুছে দেবে।

জেসিয়ার দায়ের করা লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কারও নামে ফেক আইডি তৈরি করে ভুয়া কনটেন্ট ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ। জেসিয়ার অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের কার্যক্রম শুরু করেছি। এরই মধ্যে কয়েকটি আইডির ব্যাপারে তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, দেশের মানুষকে নিরাপদে এবং নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন সদা তৎপর। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন হ্যাকারসহ সাইবার অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি।

পিবিডি/ ইকা

অভিযোগ,আপত্তিকর ভিডিও,জেসিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close