• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে দুই দিনব্যাপী সঙ্গীত উৎসব

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪
বিনোদন ডেস্ক

প্রখ্যাত সঙ্গীতগুরু পণ্ডিত বারীণ মজুমদার ছিলেন দেশের সরকারি সঙ্গীত কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। প্রয়াত এ সুরসাধকের জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই দিনের পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব। উৎসবের আয়োজন করেছে সরকারি সঙ্গীত কলেজ। আগারগাঁওয়ের কলেজ ক্যাম্পাসেই হবে দুই দিনের উৎসব। এতে অংশ নেবেন দেশের খ্যাতিমান শিল্পীসহ শিক্ষার্থীরা।

উৎসবে থাকবে শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে ব্যান্ডসঙ্গীত, লোকগান, ভাষার গান, ঋতুবন্দনাসহ নানা আঙ্গিকের গান। উৎসবে সঙ্গীতে অবদান রাখার জন্য বিশিষ্ট নজরুলসঙ্গীতশিল্পী খালিদ হোসেনকে পণ্ডিত বারীণ মজুমদার সম্মাননা দেয়া হবে।

উল্লেখ্য পণ্ডিত বারীণ মজুমদার ১৯২১ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার রাধানগরে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নিশেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও নাট্যকার এবং মা মণিমালা মজুমদার সেতার বাজাতেন। বারীন মজুমদারে স্ত্রী ইলা মজুমদারও একজন শিল্পী। তাদের দু সন্তানও সঙ্গীতের সাথে জড়িত। বড় ছেলে পার্থ মজুমদার সঙ্গীত পরিচালক আর ছোট ছেলে বাপ্পা মজুমদার গায়ক ও সঙ্গীত পরিচালক।

পণ্ডিত বারীণ মজুমদার ২০০১ সালে প্রয়াত হন।

পিবিডি/ ইকা

দুই দিনব্যাপী,সঙ্গীত উৎসব,পণ্ডিত বারীণ মজুমদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close