• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাষ্ট্রপতির জন্য শুক্রবার বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫
বিনোদন প্রতিবেদক

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকীর আহমেদ নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ঐদিন বঙ্গভবনে ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্য। এর মধ্য দিয়ে তিনি ছবিটির প্রদর্শনীর উদ্বোধন করবেন।

গত ২৮ জানুয়ারি বিকেলে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্ণধার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি এতে সম্মতি জানান। এ সময় ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্রটি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

তৌকীর আহমেদ জানান, ওই প্রদর্শনীতে উপস্থিত থেকে ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘ফাগুন হাওয়ায়’র অভিনেতা চিত্রনায়ক সিয়াম বলেন, ‘একজন অভিনেতা হিসেবে এটা খুবই আনন্দের একটি ব্যাপার। আমার অভিনীত কোনো সিনেমা রাষ্ট্রের প্রধান ব্যক্তি দেখতে চেয়েছেন। আশা করছি ছবিটি দেখে তিনি মুগ্ধ হবেন, আমাদের নতুন করে কাজ করার পরামর্শ দেবেন।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়ায়’ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। এছাড়াও রয়েছেন বলিউডের ‘লগান’ সিনেমাখ্যাত অভিনেতা যশপাল শর্মা। সিনেমায় তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘ফাগুন হাওয়ায়’। গত বছরের ১০ মার্চ সিনেমাটির শুটিং শুরু হয়। ১৯৫২ সালের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে বেছে নেওয়া হয়েছে পাইকগাছার প্রায় শতবর্ষী কিছু পুরোনো ভবন। আছে কপোতাক্ষ নদ।

পিবিডি/ ইকা

ফাগুন হাওয়ায়,বঙ্গভবন,রাষ্ট্রপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close