• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এনটিভিতে ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’

প্রকাশ:  ০২ মার্চ ২০১৯, ২১:০৬
বিনোদন প্রতিবেদক

এনটিভিতে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ ও হাবিব শাকিল।

এতে অভিনয় করেছেন- জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমূখ।

পরিচালক বলেন, সামীর কোটিপতির সন্তান। লতা ময়মনসিংহ জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার জন্মদিন পালন করার দিনেই লতার বাবা স্ট্রোক করেন। লতা তার অসুস্থ বাবাকে মামার সহযোগীতায় ঢাকার এক হসপিটালে ভর্তি করায়। সেখানে সামীরদের পরিবার লতাকে দেখে বিয়ের প্রস্তাব পাঠায়। লতাদের ফ্যামিলি এমন প্রস্তাবে রাজী হয়ে যায়। সামির রহমানের সাথে বিয়ে হয়ে যায় লতার। হয়ে যায় লতা রহমান। বিয়ের পর পরই গুলশানের আলিশান বাড়িতে স্থান হয় লতার। নতুন সংসার নতুন পরিবেশ সবকিছুর সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে থাকে এবং একটা সময় সেই আবিস্কার করে তার স্বামী ড্রাগ এডিক্টেড। মাথায় আকাশ ভেঙ্গে পড়ে লতার। লতা ভেঙ্গে পড়লেও মচকায় না। এভাবেই গড়ে উঠেছে নাটকের গল্প।

পিবিডি/ ইকা

নাটক,টিভি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close