• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক আট শিল্পীর কণ্ঠে সুজন হাজংয়ের গান

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ২০:৪৫ | আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:০১
বিনোদন প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে ৮টি গানের একটি অ্যালবাম। গানগুলোর কথা লিখেছেন একাধারে কবি, গীতিকার, অনুবাদক এবং তরুণ রাজনীতিবিদ সুজন হাজং।

গানগুলো সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও সুমন কল্যাণ।

সুজন হাজং জানান, এ অ্যালবামে কণ্ঠ দেবেন বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের ৮ কণ্ঠশিল্পী।

ইতোমধ্যে বাংলাদেশের ফাহমিদা নবী অ্যালবামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলেও জানান তিনি। শীঘ্রই আরেকটি গানে কণ্ঠ দেবেন সুবীর নন্দী।

অন্যদিকে ভারত থেকে নচিকেতা চক্রবর্তী ও শুভমিতা, নেপাল থেকে আশরা কুনওয়ার, ভুটান থেকে সাংগে হ্লাদেন শেরিং, শ্রীলংকা থেকে ডেভিড এবং মালদ্বীপ থেকে শালাবী এ গানের অ্যালবামে কণ্ঠ দেবেন।

এ প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন। তিনি বিশ্বের নিপীড়িত বঞ্চিত মানুষের নেতা। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই এ অ্যালবামের আয়োজন। এদেশের নতুন প্রজন্ম থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শ আরও ছড়িয়ে দিতেই তাকে নিয়ে গান করার চেষ্টা করছি।

প্রসঙ্গত, ইতোমধ্যে জাতীয় শোক দিবসে ফাহমিদা নবীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে সুজন হাজংয়ের ১টি গান, শেখ হাসিনার জন্মদিনে কিশোর, পুলক, লিজা এবং পুতুলের কণ্ঠে ১টি গান, বিজয় দিবসে ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ এবং সুস্মিতা সাহার কণ্ঠে ৪টি দেশের গান, শেখ রাসেলের জন্মদিনে ফাহমিদা নবী এবং সুস্মিতা সাহার কণ্ঠে ২টি গান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে লিজা এবং সাব্বিরের কণ্ঠে ১টি গান সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ টিভিতে প্রচার করা হয়েছে।

পিবিডি/ এইচ কে

বঙ্গবন্ধু,সুজন হাজং,গান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close