• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাবা-মায়ের ‘প্রয়োজনে’ অভিনয় ছেড়ে গ্রামে স্থায়ী হলেন মনোজ

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১৬:০৮ | আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:১৩
বিনোদন ডেস্ক

‘আমি চাকুরী ছেড়ে দিয়েছি এবং আমি আর কোন দিন শুটিং করব না সিদ্ধান্ত নিয়েছি। আজকে রাতে সারাজীবনের জন্য রাধানগরে আমার বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছি আর কোন দিন ফিরব না। আপাত সিদ্ধান্ত নিয়েছি। কারণ বাবা মায়ের আমাকে দরকার। আমি আর কিচ্ছু চাই না।’ ফেসবুকে এমন স্ট্যাটাসের মাধ্যমে অভিনয় ও শিক্ষকতা ছেড়ে দেয়ার খবর জানিয়েছেন তরুণ টিভি অভিনেতা মনোজ কুমার।

অভিনয় আর শিক্ষকতা একসঙ্গেই চালিয়ে যাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এই শিক্ষক।

কিন্তু হুট করেই অভিনয় ও শিক্ষতা ছেড়ে দেয়ার কারণ সম্পর্কে জানিয়েছেন, আমি মনে করি এখন আমার বাবা-মার কাছে থাকা বেশি প্রয়োজন। আমাকেও তাদের বেশি প্রয়োজন। তাই বাবা মায়ের কাছে চলে যাচ্ছি।

মনোজ অভিনীত আলোচিত নাটকের মধ্যে অন্যতম ‘ফুল ফোটানোর খেলা’ ও ‘কথা হবে তো?’। টিভি পর্দায় বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য ছবিতেও মনোজের উপস্থিতি চোখে পড়ে। তিনি অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘স্যাটারডে আফটারনুন’ চলচ্চিত্রে ও অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’য়। নাম লিখিয়েছেন নির্মাতা নূরুল আলম আতিকের নতুন ছবি মানুষের বাগানেও।

পিবিডি/ ইকা

টিভি,নাটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close