• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

কলম্বোয় তানভীর মোকাম্মেলের তিন চলচ্চিত্র

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১৯:২২
বিনোদন ডেস্ক

একুশে পদক প্রাপ্ত নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেলের নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে শ্রীলঙ্কার কলম্বো চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রগুলো হলো ‘জীবনঢুলী’ ও ‘চিত্রা নদীর পারে’ পূর্ণদৈর্ঘ্য এবং ‘সীমান্তরেখা’। আগামী ২৯ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হচ্ছে তিন দিনের এই চলচ্চিত্র উৎসব।

উৎসব কর্তৃপক্ষ নির্মাতা তানভীর মোকাম্মেলকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং তানভীর মোকাম্মেল উৎসবটিতে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি কলম্বো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও কলম্বোর ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমীতে শ্রীলঙ্কার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে একটি বক্তৃতা প্রদান করবেন।

এ বিষয়ে তানভীর মোকাম্মেল বলেন, এটা অবশ্যই আমার জন্য সম্মানের যে এমন একটি উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি।

পিবিডি/ ইকা

চলচ্চিত্র,তানভীর মোকাম্মেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close