• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

কানাডায় ‘যদি একদিন’

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৬:১০
বিনোদন ডেস্ক

মোস্তফা কামাল রাজ পরিচালিত তাহসান-শ্রাবন্তী অভিনীত ছবি 'যদি একদিন' মুক্তি পাচ্ছে কানাডায়। সেখানে ৮টি প্রেক্ষাগৃহের একযোগে ১৯৬ টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করতে যাচ্ছে ছবিটি।

ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। বিষয়টিকে বাংলাদেশের ছবির জন্য রেকর্ড হিসেবেই দেখছেন স্বপ্ন স্কেয়ারক্রোর বাংলাদেশ-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

‘যদি একদিন’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে গায়ক ও অভিনেতা তাহসান খানের। তার সঙ্গে রয়েছে কলকাতার নায়িকা শ্রাবন্তী ও ঢাকার তাসকিন রহমান। ছবিটির প্রাণ হিসেবে রয়েছে ছোট্ট মেযে রাইসা।

পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর পক্ষ থেকে জানানো হয়, কানাডার সব বড় শহর টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুন-এর একটি করে ‘সিনেপ্লেক্সে’ লোকেশনে চলবে সিনেমাটি।

২০ মার্চ থেকে কানাডায় ছবিটির অগ্রিম টিকেট পাওয়া।

পিবিডি/ ইকা

যদি একদিন,কানাডা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close