• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

২৬ মার্চের নাটক ‘ভাস্কর্য’

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৯:২০
বিনোদন প্রতিবেদক

আহমেদ ফারুকের গল্পে ‘ভাস্কর্য’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক কাজী সাইফ আহমেদ। এতে অভিনয় করেছেন সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘ভাস্কর্য’ এসএ টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন অভিনেতা সজল।

নাটকটিতে সজল ও ঊর্মিলা খুব ভালো বন্ধু থাকেন। ঊর্মিলা স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাতে চাইলে সজল তাকে ক্যামেরা কেনার ব্যাপারে সাহায্য করেন। এদিকে সজল একজন বেকার যুবক। যে কি-না নানা ধরণের ডাকটিকেট সংগ্রহ করার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন।

নাটকটি প্রসঙ্গে কাজী সাইফ আহমেদ বলেন, আমাদের দেশের অনেক ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। আমাদের উচিৎ সারা বছর ভাস্কর্যগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। কিন্তু সাধারণত বিশেষ দিবস ছাড়া ভাস্কর্যগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে দেখা যায় না। নাটকটির মাধ্যমে আমি এমন একটি বিষয়ই তুলে ধরার চেষ্টা করেছি।

নাটকটিতে সজল-ঊর্মিলা ছাড়াও আরও অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরা প্রমুখ।

পিবিডি/ ইকা

নাটক,সজল,টিভি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close