• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

২৬ মার্চে শবনম ফারিয়ার ‘শিকার’

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ১৫:৪০
বিনোদন প্রতিবেদক

মাসুম শাহরীয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘শিকার’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মামুনুর রশিদ, শর্মিলি আহমেদ, টুনটুনি বেগম, শফিউল আলম বাবু, তিনু করিম, মোঃ মাহবুবুর রহমান, পাভেল ইসলাম প্রমূখ।

নাটকটির মূল গল্প জামাল হোসেনের।

তিনি জানান, মুক্তিযুদ্ধ পূববর্তী সময়ে গ্রামীন জনপদে এর প্রভাব এবং যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীর নৃশংসতার কাহিনী চিত্রিত হয়েছে নাটকটিতে। উঠে এসেছে মসদগাও গ্রামের শহীদ ‘তারা’র গল্প। মানসিক ভারসাম্যহীন তারা-কে হত্যার মধ্য দিয়ে ওই গ্রামে হত্যাযজ্ঞ শুরু করে হানাদার বাহিনী।

‘শিকার’ নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পিংক পারসেপশনের ব্যানারে।

পিবিডি/ ইকা

নাটক,টিভি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close