• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বনানীর আগুনে দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৯, ১৭:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে এখনও। এফআর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ারে রয়েছে বেসরকারি টিভি চ্যানেল দুরন্ত টিভির অফিস।

দুরন্ত টিভির কর্মীরা প্রাণ বাঁচাতে নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে চারদিকে অবস্থা খুবই ভয়াবহ। আমাদের পাশের বিল্ডিংয়েই আগুন। আমাদের বিল্ডিংয়েও একটু আঁচ লেগেছে। প্রচুর ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। তাই সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সম্প্রচার শুরু হবে।’

এদিকে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২০টি ইউনিট। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। একটি হেলিকপ্টারকেও আগুন লাগা ভবনটির উপরে চক্কর দিতে দেখা গেছে।

এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পিবিডি/ এইচ কে

আগুন,দুরন্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close